ড্রোন হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। ছবি: রয়টার্সইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। ছবি: রয়টার্সইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু ট্যাঙ্ক বিধ্বংসী রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। রকেট হামলার জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।
বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক যানে হামলা চালিয়েছে। হামলায় বেশ কজন ইসরায়েলি আহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হতাহতের কথা অস্বীকার করে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেট হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা