বাবাকে জানাজায় পৌঁছে দিয়ে পরে লাশ হলেন কলেজছাত্র

রাকিব শিকদার। ছবি: ইত্তেফাক
মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় রাকিব শিকদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রাকিব তার পিতাকে এক ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য কাঁঠালবাড়ি রেখে নিজ বাড়ি ফেরার সময় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব উপজেলা কেরাণীবাট এলাকার মাস্টার টিপু শিকদারের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের ইন্টামিডিয়েটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, আজ দুপুরে রাকিব শিকদার তার পিতা মাস্টার টিপু শিকাদারকে নিজের মোটরসাইকেলে করে কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের সদস্য সেলিম হাওলাদারের বড় ভাইয়ের জানাজার নামাজে শরিক হতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী কান্দি নামক স্থানে মাদারীপুরগামী শাহাজালাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৯৪৬) একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি নবী হোসেন খান বলেন, দুপুর ১টার সময় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
Comments