বাজারে ড্যান কেকের নতুন পণ্য

‘মার্বেল কেক’ হাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
‘মার্বেল কেক’ নামে বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে ড্যান কেক। শনিবার হোটেল ট্রপিকাল ডেইজিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেন ফুডস লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মিনহাজ হোসেন ‘মার্বেল কেক’ আনার ঘোষণা দেন।
মিনহাজ হোসেন বলেন, ড্যান কেক গ্রাহকদের জন্য মানসম্পন্ন পণ্য সরবরাহে বিশ্বাসী। ভ্যানিলা এবং চকোলেট স্বাদের সংমিশ্রণে তৈরি মার্বেল কেক, ড্যান কেক পরিবারের নতুন সংযোজন। এটি বাজারে পাওয়া যাবে ২টি ভিন্ন প্যাকেজিং এ। গ্রাহকরা ১০০ টাকায় একটি ফ্যামিলি প্যাক এবং ১৫ টাকায় সিঙ্গেল প্যাক কিনতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আশিকুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ, ইকবাল হোসেন, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র পিআর কনসালট্যান্ট সরকার মাসুদ হাসান এবং সিনিয়র পিআর ম্যানেজার শেগুফতা তাসনীমসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/জেডএইচ
Comments