সীমান্তে ভারত-চীনের মধ্যে দিনভর উত্তেজনা
- Get link
- X
- Other Apps

সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলার পর একপর্যায়ে তা প্রশমিত হয়েছিল। কিন্তু গতকাল নতুন করে উত্তেজনা দেখা দেয়।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল স্থানীয় সময় ভোর হওয়ার পরই সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রতিবেদনে বলা হয়, ভোরে পানগং হ্রদের উত্তর তীরে ভারতীয় সেনারা টহল দিচ্ছিলেন। এ সময় চীনা সেনারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তিব্বত থেকে লাদাখ পর্যন্ত এলাকায় পানগং হ্রদটি অবস্থিত। হ্রদটির দুই-তৃতীয়াংশ চীন নিয়ন্ত্রণ করে।
দুই পক্ষের সেনাদের মধ্যে সৃষ্ট এই উত্তেজনা দিনভর চলে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, উত্তেজনার জেরে একপর্যায়ে দুই দেশের সেনাদের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের মধ্য দিয়ে উত্তেজনা পুরোপুরি প্রশমিত করা হয়।

- Get link
- X
- Other Apps
Comments