ব্যক্তি মালিকানাধীন গাড়ির তথ্য চেয়ে বিআরটিএতে দুদকের চিঠি

ব্যক্তি মালিকানাধীন গাড়ির তথ্য চেয়ে বিআরটিএতে দুদকের চিঠি
রাজধানীর রাস্তায় প্রাইভেট গাড়ি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে জরুরি ভিত্তিতে ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা জিপগাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
দুর্নীতি দমন কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিআরটিএ’র চেয়ারম্যানের নিকট বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২ হাজার ৫শ’ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার বা জীপগাড়ির তালিকা চেয়েছে দুদক।
পত্রে গাড়ির বিবরণ অর্থাৎ ইঞ্জিন নম্বর অথবা চেসিস নম্বর অথবা মডেল, আমদানির সন, গাড়ির প্রকৃতি, রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ, গাড়ির মূল্য, ভ্যাটসহ অন্যান্য ট্যাক্স এবং গাড়ির মালিকের নাম ও ঠিকানা চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য দেয়ার জন্য বিআরটিএকে বলা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা