হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডিভিশন কমান্ডার নিহত

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ডিভিশন কমান্ডার নিহত
নিহত ইসরায়েলি সেনা কমান্ডার

ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে লেবাননের হিজবুল্লাহ যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে দেশটির নর্দান ডিভিশনের কমান্ডার নিহত হয়েছেন। এছাড়াও হতাহত সেনাদেরকে হেলিকপ্টারে করে জিফ হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে। 
লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলের খবরে ইসরায়েলের পক্ষ থেকে এমন ইঙ্গিত তুলে ধরা হয়েছে। 
এদিকে সীমান্তের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস হয়েছে। এর আগে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সামরিক যান ধ্বংস এবং কয়েকজন সেনা হতাহত হয়। সেনা হতাহত হওয়ার ব্যাপারে খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে তেল আবিব।
ইসরায়েল এরইমধ্যে দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলি সেনারা ফসফরাস বোমা ব্যবহার করছে। সীমান্তের চার কিলোমিটারের মধ্যকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘর-বাড়ি ও আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেখানকার জনগণের মধ্যে ব্যাপক ভীতি ছড়িয়ে পড়েছে।
গত সপ্তাহে ইসরায়েলি ড্রোন হামলার পর হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছিলেন। সূত্র : পার্সটুডে

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা