সৌদি আরব ও আরব আমিরাতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও আরব আমিরাতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার জেরে দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতেও সেনা পাঠাবে তারা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।
সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেছেন, হাজার হাজার সেনা না পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে সেনাদের সংখ্যা কত তা নিয়ে স্পষ্ট বক্তব্য দেননি তিনি। এসব সেনারা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়ে নজর রাখবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের কাছে সাহায্য চেয়েছে।
তেল স্থাপনায় ড্রোন হামলার দায় স্বীকার করে ইয়েমেনে সৌদি জোটের সঙ্গে যুদ্ধরত হুতি বিদ্রোহীগোষ্ঠী। তবে যুক্তরাষ্ট্র বলছে, হামলার নেপথ্যে আছে ইরান আর সৌদি দাবি করছে যে ড্রোন দিয়ে হামলা হয়েছে তা ইরানের তৈরি।
বরাবরের মতো ইরান সৌদি ও যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। 
বিডি প্রতিদিন/ফারজানা 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা