এরশাদের কবর জিয়ারত করলেন রওশন

এরশাদের কবর জিয়ারত করলেন রওশন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করলেন তার স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
শনিবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনা পল্লী নিবাসে কবর জিয়ারতের সময় এই দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে যায়। 
হেলিকপ্টার যোগে রংপুর এসে রওশন এরশাদ এরশাদের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। এরপর তিনি এরশাদের স্মৃতি বিজরিত পল্লী নিবাসে যান। 
চেহলাম উপলক্ষে পল্লী নিবাসসহ নগরী এবং সদর উপজেলার ১৯টি পয়েন্টে চেহলামের আয়োজন করে জাতীয় পার্টি। সাড়ে ৩ টন গোশত এবং সাড়ে ৩ টন চালের কাচ্চি বিরিয়ানি দিয়ে তৈরি তবারক প্রায় ৩০ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়। 
চেহলাম অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ও মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর, এসএম ইয়াসির, এরশাদ পুত্র সাদ এরশাদসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা