পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৮

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৮
ছবি: সংগৃহীত।
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় দেশটির একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানান। খবর বিবিসির।
ফারুক বাট নামের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ৫ জন ক্রু সদস্য এবং অন্য ১৩ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছেন।
বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়।
ওই এলাকার মোহাম্মদ সাদিক নামে এক বাসিন্দা বলেন, তীব্র বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। মানুষজন চিৎকার করছিল, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ ছিল।
আরেক বাসিন্দা বলেন, বিধ্বস্ত হওয়ার আগেই আগুন বিমানটিতে আগুন দেখা যায়।
বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা