হাতিরঝিলে গণপিটুনিতে যুবক নিহত

হাতিরঝিলে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিলের একটি গার্মেন্টসে চোর সন্দেহে গণপিটুনিতে দেলোয়ার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে হাতিরঝিল থানার পশ্চিম হাজিপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহত দেলোয়ারের পরিচয় এখনো জানাতে পারেনি।
গণপিটুনির খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে গুরুতর আহতাবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক অনাথ মিত্র জানান, খবর পেয়ে পশ্চিম হাজিপাড়ায় একটি গার্মেন্টসের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই গার্মেন্টসের জিনিসপত্র চুরি করেছে- এমন অভিযোগে দেলোয়ারকে গণপিটুনি দেয়া হয়। একইসঙ্গে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মী মইনকেও (২৮) তারা গণপিটুনি দেয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়নাতদন্তের জন্য দেলোয়ারের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/২৫ জুলাই, ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা