৭ পর্যটকের জীবন বাঁচিয়ে মারা গেলেন কাশ্মীরি গাইড

ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীতট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীতনিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন এক ট্যুর গাইড। ভারতের কাশ্মীরের ওই ট্যুর গাইডের নাম রউফ আহমেদ দার।
‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ রউফ আহমেদ দারের মরদেহ উদ্ধার করেছে।
নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীতনিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীতপেহেলগাম এলাকার লিড্ডার নদীতে নৌকা নিয়ে সাত পর্যটক ঘুরতে যান। ট্যুর গাইড রউফ আহমেদ দারের সঙ্গে ছিলেন দুই বিদেশিসহ সাত পর্যটক। প্রচণ্ড বাতাসের কারণেই মাঝনদীতে উল্টে যায় নৌকাটি। সবাই পানিতে পড়ে যান। এরপরই ত্রাতার ভূমিকায় রউফ আহমেদ। প্রত্যেক পর্যটককেই পানি থেকে উদ্ধার করেন তিনি। কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি। স্রোতে ভেসে যান রউফ আহমেদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। রাতভর চলে তল্লাশি। শেষ পর্যন্ত শনিবার লিড্ডারের ভবানী সেতুর কাছে রউফ আহমেদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার অনন্য নজির রেখে গেলেন। ছবি: সংগৃহীতকাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার অনন্য নজির রেখে গেলেন। ছবি: সংগৃহীতময়নাতদন্ত শেষে রউফ আহমেদের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজের জীবন দিয়েও অন্যের জীবন বাঁচানোয় কাশ্মীরি যুবক রউফ আহমেদের নাম সাহসিকতার পুরস্কারের জন্য সুপারিশ করেছেন অনন্তনাগের ডেপুটি কমিশনার।

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ রউফ আহমেদের সাহসের প্রশংসা করে টুইট করেন। রউফ আহমেদের এমন নির্মম পরিণতির জন্য শোক প্রকাশও করেছেন তিনি। তিনি রউফের পরিবারের প্রতি সান্ত্বনাও জানিয়েছেন।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা