লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২১ বিদ্রোহী নিহত

লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২১ বিদ্রোহী নিহত

লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২১ বিদ্রোহী দে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।
শনিবার রাজধানী ত্রিপোলির কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি অবিলম্বে যুদ্ধ স্থগিতের আহ্বান জানিয়ে দুই পক্ষকে আলোচনায় ডেকেছেন। 
জেনারেল খলিফা হাফতারের অধীনে বিদ্রোহী বাহিনী ত্রিপোলি দখলের জন্য পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে।
এদিকে জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজ জানিয়েছেন, খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলির দিকে অগ্রসর হলে সরকারি বাহিনী তাদের বাধা দেবে।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় সংঘাত লেগে আছে। ত্রিপোলিতে গাদ্দাফি বিরোধীরা সরকার পরিচালনা করছে, যাদের আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে।
অন্যদিকে গাদ্দাফির সাবেক সহযোগী সেনা কর্মকর্তা জেনারেল হাফতার তেলসমৃদ্ধ নগরী বেনগাজি নিয়ন্ত্রণে রেখেছেন। এখন পুরো দেশ নিয়ন্ত্রণে নিতে রাজধানী অভিমুখে অভিযান শুরু করেছে তার বাহিনী।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা