ওবায়দুল কাদের চোখ খুলছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায়'

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চোখ খুলছেন, কথা বলছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ রবিবার বিকালে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মিল্টন হলে এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
এসময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সভাপতি সৈয়দ আলী আহসান বলেন, 'ওবায়দুল কাদের চোখ খুলছেন। কথা বলার চেষ্টা করছেন। পাও নাড়িয়েছেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা ক্রিটিক্যাল। ২৪ থেকে ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।
বিডি প্রতিদিন/০৩ মার্চ ২০১৯/আরাফাত
Comments