‘আর মুসলিম তাস খেলবেন না’
- Get link
- X
- Other Apps

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় যুদ্ধবিমানের হামলা সমর্থন করেন ওয়েসি। তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভূয়সী প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান।
ওয়েসি বলেন, ‘ইমরান খান এখন সব অদ্ভুত কথাবার্তা বলছেন। বলছেন, তাঁদের হাতে পরমাণু বোমা রয়েছে। আমাদের হাতে তা নেই নাকি! এসব বলে আর ভাঁওতা দেবেন না। উপযুক্ত জবাব তো পাচ্ছেন।’
ওয়েসি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে এবার জবাব দিতে হবে, কীভাবে পুলওয়ামায় বিপুল পরিমাণ বিস্ফোরক এল? জঙ্গিদের হাতে কীভাবে এল মার্কিন অস্ত্র? কেন গোয়েন্দারা জঙ্গি হামলার আগাম খবর দিতে ব্যর্থ হলেন?’
ওয়েসি হায়দরাবাদ আসন থেকে তিনবার সাংসদ হয়েছেন। সর্বশেষ তিনি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে হারিয়ে সাংসদ হন।
ওয়েসি বলেন, ‘ইমরান খান এখন সব অদ্ভুত কথাবার্তা বলছেন। বলছেন, তাঁদের হাতে পরমাণু বোমা রয়েছে। আমাদের হাতে তা নেই নাকি! এসব বলে আর ভাঁওতা দেবেন না। উপযুক্ত জবাব তো পাচ্ছেন।’
ওয়েসি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে এবার জবাব দিতে হবে, কীভাবে পুলওয়ামায় বিপুল পরিমাণ বিস্ফোরক এল? জঙ্গিদের হাতে কীভাবে এল মার্কিন অস্ত্র? কেন গোয়েন্দারা জঙ্গি হামলার আগাম খবর দিতে ব্যর্থ হলেন?’
ওয়েসি হায়দরাবাদ আসন থেকে তিনবার সাংসদ হয়েছেন। সর্বশেষ তিনি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে হারিয়ে সাংসদ হন।

- Get link
- X
- Other Apps
Comments