‘আর মুসলিম তাস খেলবেন না’

ইমরান খান ও আসাউদ্দিন ওয়েসিইমরান খান ও আসাউদ্দিন ওয়েসিপাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিয়েছেন ভারতের ইত্তেহাদুল মুসলেমিন বা মিম দলের প্রধান সাংসদ আসাউদ্দিন ওয়েসি। ইমরানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এবার আর মুসলিম তাস খেলবেন না। এসব বন্ধ করুন। এ দেশের মুসলিমরা তাঁদের ভাবনা নিজেরাই ভেবে নেবেন। আপনাদের কাছ থেকে শিখবেন না।’
 গতকাল শনিবার তেলেঙ্গানা র‌াজ্যের রাজধানী হায়দরাবাদে এক সভায় ওয়েসি এ কথা বলেন।

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় যুদ্ধবিমানের হামলা সমর্থন করেন ওয়েসি। তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভূয়সী প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান। 
ওয়েসি বলেন, ‘ইমরান খান এখন সব অদ্ভুত কথাবার্তা বলছেন। বলছেন, তাঁদের হাতে পরমাণু বোমা রয়েছে। আমাদের হাতে তা নেই নাকি! এসব বলে আর ভাঁওতা দেবেন না। উপযুক্ত জবাব তো পাচ্ছেন।’

ওয়েসি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে এবার জবাব দিতে হবে, কীভাবে পুলওয়ামায় বিপুল পরিমাণ বিস্ফোরক এল? জঙ্গিদের হাতে কীভাবে এল মার্কিন অস্ত্র? কেন গোয়েন্দারা জঙ্গি হামলার আগাম খবর দিতে ব্যর্থ হলেন?’

ওয়েসি হায়দরাবাদ আসন থেকে তিনবার সাংসদ হয়েছেন। সর্বশেষ তিনি ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে হারিয়ে সাংসদ হন।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা