সামনে ভোট, মাসে ১৫৭ প্রকল্পের রেকর্ড মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত এক মাসে ১৫৭টি প্রকল্প ঘোঘণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১০ মার্চ) ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তারা আরও জানায়, গত এক মাসে মোদি আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারনা ও প্রকল্পের জন্য পুরো ভারতজুড়ে সফর করেছেন মোট ২৮ বার।
এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের তারিখ ও আচরণবিধি ঘোষণার আগে গত চার সপ্তাহে অর্থাৎ ৮ ফেব্রিয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদি দেশজুড়ে মোট ১৫৭টি উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন। এর আগের মাসে অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ঘোষণা করেছিলেন মাত্র ৫৭টি উন্নয়ন প্রকল্প,যা গত মাসের প্রায় তিন ভাগের এক ভাগ। নিজস্ব গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে ওই প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যমটি। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইট ও তাদের বিভিন্ন ঘোষণা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এছাড়াও নির্বাচনের আগে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘোষণা ও উদ্বোধনের জন্য তিনি পুরো দেশে মোট ২৮টি সফর সম্পন্ন করেন। দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে তিনি ঘোষণা করেন নতুন নতুন স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ থেকে শুরু করে রাশিয়ার সঙ্গে দ্বৈত উদ্যোগে অস্ত্র উৎপাদন প্রকল্পের।
আরও পড়ুন: ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধানমন্ত্রীর ভ্রমণের আর্কাইভ থেকে জানা যায়, ভারতের পূর্ববর্তী প্রধানমন্ত্রী মনমোহন সিং লোকসভা নির্বাচনের আগে প্রচারণার স্বার্থে এমন সফর একেবারেই করেননি।
ইত্তেফাক/জেডএইচডি
Comments