অনেক দিন পর এরশাদ রংপুরে, কৌতূহলী মানুষের ভিড়

রংপুর শহরের রাস্তার পাশে জড়ো হওয়া মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এরশাদ। ছবি: মঈনুল ইসলামরংপুর শহরের রাস্তার পাশে জড়ো হওয়া মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এরশাদ। ছবি: মঈনুল ইসলামঅনেক দিন পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ চার দিনের সফরে রংপুরে এসেছেন। আজ রোববার দুপুরে হেলিকপ্টারযোগে রংপুরে আসেন এরশাদ। তাঁকে দেখতে এ সময় কৌতূহলী মানুষের ভিড় ছিল। 
অসুস্থ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তাঁর নির্বাচনী এলাকা রংপুর-৩ (সদর) আসনেও যেতে পারেননি। সাংসদ নির্বাচিত হয়ে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ার অনেক দিন পর হলেও তিনি রংপুরে এসেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ সাংসদ মসিউর রহমান রাঙ্গা।
স্থানীয় একটি হোটেলে এরশাদকে হুইল চেয়ারে বসিয়ে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলোস্থানীয় একটি হোটেলে এরশাদকে হুইল চেয়ারে বসিয়ে নেওয়া হচ্ছে। ছবি: প্রথম আলোদলীয় সূত্রে জানা যায়, এরশাদ দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে রংপুর ক্যান্টনমেন্ট এলাকায় নামেন। গাড়িতে করে শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের মানুষের উদ্দেশে হাত তুলে শুভেচ্ছা জানান। এ সময় কৌতূহলী মানুষজনও তাঁকে অভিবাদন জানান। এরপর তিনি তাঁর নিজ বাড়ি নগরের দর্শনা মোড়ে অবস্থিত ‘পল্লী নিবাসে’ যান। হুইল চেয়ারে বসে বাড়িটি ঘুরে ঘুরে দেখেন। এরপর সেখানে থেকে শহরের জিএল রায় রোডে একটি আবাসিক হোটেলে ওঠেন। দলীয় সূত্র জানায়, এই হোটেলেই তিনি চার দিন থাকবেন। এ সময় দলীয় নেতা-কর্মীসহ শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বেলা দুইটায় হোটেলে দলীয় চেয়ারম্যান এরশাদের উপস্থিতিতে তাঁর (এরশাদ) পক্ষে সাংবাদিকদের উদ্দেশে সাংসদ মসিউর রহমান রাঙ্গা বলেন, তিনি (এরশাদ) তাঁর নির্বাচনী এলাকায় আসতে পারেননি অসুস্থ থাকার কারণে। এখন তিনি কিছুটা সুস্থ। তাই তিনি ছুটে এসেছেন রংপুরে। কেননা তাঁর বাড়ি রংপুর। 
এরশাদের এ সফর ব্যক্তিগত বলে জানানো হয়েছে।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা