বাহারি রঙে চরণ ভেদ রইল না
- Get link
- X
- Other Apps

শিক্ষার্থীদের এই রঙের উৎসবে মাতার কারণকে অনেকেই বললেন নিছক একটি ‘চল’। পুরান ঢাকার ‘হোলি’ উৎসব থেকে অনুপ্রাণিত হয়েই রং মাখার এই আয়োজন। চারুকলায় যেটির শুরু বছর সাতেক আগে। দিনটিতে লাল, হলুদ, সবুজ, বেগুনিসহ বাহারি রঙের আবির গায়ে মাখেন শিক্ষার্থীরা। রাঙিয়ে দেন অন্যকে। আবির ছোড়েন বাতাসেও।

রঙের এ খেলা ছুঁয়ে গেল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা তরুণ ডেনিয়েল উইল্ডারকেও। বাংলাদেশ ভ্রমণে আসা এ তরুণ রঙের উৎসব সম্পর্কে জানতে পেরেছেন বাংলাদেশি বন্ধুর কাছে। চারুকলা প্রাঙ্গণে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন পুরো শরীর রঙে মাখা। বলছিলেন, বাংলাদেশে এটাই তাঁর প্রথম আসা। রং মাখিয়ে উৎসব উদ্যাপনের অভিজ্ঞতাটাও নতুন।
বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই চার বছর ধরে চারুকলার রঙের উৎসবে আসেন অঙ্কিতা কর। তিনি বলছিলেন, এই উৎসবের আনন্দটাই হলো বন্ধুদের রং মাখানো। উৎসবে এসেও অনেকে রং মাখতে চান না। তখন বাকি বন্ধুরা মিলে তাঁর পিছে ছোটেন। রং মাখতে না চাওয়ায় তাঁর গায়ে আরও বেশি করে রং মাখানো হয়।


- Get link
- X
- Other Apps
Comments