১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত
সংগৃহীত ছবি।
১৫৭ জন যাত্রী নিয়ে ইথিওপিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে পাড়ি দিচ্ছিলো। পথিমধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
ধারণা করা হচ্ছে, বোয়িং ৭৩৭ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন।
বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
সকালে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটির বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
তবে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ঠিক কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা