জীবন সংকটে মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি
সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর আশির্বাদ গ্রহণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
ভারত ও বাংলাদেশের একেশ্বরবাদী মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবী অবস্থা সংকটজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন ডাক্তাররা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বীণাপাণি দেবী ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালে। গত কিছুদিন থেকে ফুসফুসে সংক্রমণের সমস্যায় ভুগছেন ১০১ বছর বয়সী বড়মা।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় রবিবার তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।
বাংলাপিডিয়া অনুযায়ী, মতুয়া হিন্দুধর্মীয় একটি লোকসম্প্রদায়। গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি নিবাসী হরিচাঁদ ঠাকুর প্রেমভক্তিরূপ সাধনধারাকে বেগবান করার জন্য যে সহজ সাধনপদ্ধতি প্রবর্তন করেন, তাকে বলা হয় ‘মতুয়াবাদ’। এই মতবাদের অনুসারীরাই ‘মতুয়া’ নামে পরিচিত।
আরও পড়ুনঃ ভারতকে বড়সড় ধাক্কা দিচ্ছে ট্রাম্প!
মতুয়া সম্প্রদায় একেশ্বরবাদে বিশ্বাসী; তারা বৈদিক ক্রিয়া-কর্মে আস্থাশীল নয়। তাদের ভজন-সাধনের মাধ্যম হচ্ছে নাম সংকীর্তন; তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি। এই সাধনপদ্ধতির মাধ্যমে সত্যদর্শন অর্থাৎ ঈশ্বরলাভই তাদের মূল লক্ষ্য।
ইত্তেফাক/টিএস
Comments