বগুড়ায় মৃত ও দুস্থ পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন অনুদান প্রদান

বগুড়ায় মৃত ও দুস্থ পরিবহন শ্রমিক পরিবারকে এককালীন অনুদান প্রদান
বগুড়ার শেরপুরে মৃত ও দুস্থ পরিবহন শ্রমিকদের পরিবারকে এককালনী অনুদান প্রদান করে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন। ছবি: ইত্তেফাক
বগুড়ার শেরপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত ও কন্যা দায়গ্রস্ত শ্রমিকদের পরিবারকে এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার সকালে স্থানীয় বাসস্ট্যান্ড কার্যালয়ে ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।


প্রধান বক্তা ছিলেন, ইউনিয়নটির আজীবন দাতা উপদেষ্টা জানে আলম খোকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (ট্রাফিক অফিস) জাহিদ হোসেন, ইউনিয়নটির আজীবন দাতা উপদেষ্টা আব্দুল মান্নান, কে.এম মাহবুবুর রহমান হারেজ, আব্দুল মান্নান শেখ, শ্রমিক নেতা সেলিম রেজা, আব্দুল্লাহ সেখ, আব্দুস সাত্তার সাদেক প্রমুখ।
আলোচনা সভা শেষে জানে আলম খোকা কার-মাইক্রোবাস সমিতির নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২০১৮-২০১৯ সালের ৩৪ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ৩০ হাজার টাকা করে ৯ লক্ষ ৪৫ হাজার টাকা বিতরণ করেন। শিক্ষা বৃত্তি হিসেবে ছয়জনকে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা প্রদান করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক সদস্যদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।
ইত্তেফাক/অনি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা