চট্টগ্রামে বিমানে অস্ত্রধারী, ঘিরে রেখেছে পুলিশ

প্রতীকী ছবি প্রতীকী ছবিচট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে অস্ত্রধারীরা অবস্থান করছেন। উড়োজাহাজটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 
উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল।
চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করা উড়োজাহাজে অস্ত্রধারীরা আছেন বলে সেটি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিমানের ভেতরে থাকা এক যাত্রীর সূত্রে জানা গেছে, বিমানটি বেলা ৩টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে সেটির দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর উড়োজাহাজটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
উড়োজাহাজের ভেতরে অস্ত্রধারী অবস্থান করছেন সন্দেহে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি ঘিরে রেখেছে।
যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মিরাজ।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা