নাইজেরিয়ায় নির্বাচনের আগে সহিংসতা, নিহত ৫

নাইজেরিয়ায় নির্বাচনের আগে সহিংসতা, নিহত ৫
ফাইল ছবি

নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। সোমবার দেশটির পুলিশ একথা জানায়।
এ ব্যাপারে ডেল্টা রাজ্য পুলিশ মুখপাত্র অ্যান্ড্রিউ আনিয়ামাকা বলেন, তেল সমৃদ্ধ নগরীর কাছে এফুরুন এলাকার একটি অ্যাপার্টমেন্টে রবিবার তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তারা সকলেই ক্ষমতাসিন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি)’র সদস্য।
তিনি আরও বলেন, ‘প্রতিশোধমূলক হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা এটা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।’
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা