তুরাগে আগুনে পুড়ল ৫ ঘর

অগ্নিকাণ্ডে দগ্ধ হচ্ছে ৫টি ঘর। ছবিঃ ইত্তেফাক।
গাজীপুর মহানগরের তুরাগ থানাধীন আহলিয়া নামক স্থানে অগ্নিকাণ্ডে ৫টি টিনের ঘর ও ফার্নিচার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনে কাজ করা হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আর অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ইত্তেফাক/কেআই
Comments