কলকাতা মাতাচ্ছেন শুভ-ঋতুপর্ণা

কলকাতা মাতাচ্ছেন শুভ-ঋতুপর্ণা

বাংলাদেশের চিত্রনায়ক আরিফিন শুভ আর কলকাতার নায়িকা ঋতুপর্ণা। দুইজন একসঙ্গে এখন কলকাতা মাতাচ্ছেন। দুই বাংলার এই জুটির ‘আহারে’ ছবিটি মুক্তি পাবে ২২ ফেব্রুয়ারি। টালিগঞ্জের এই ছবিটি কলকাতায়ই মুক্তি পাচ্ছে। কলকাতার রঞ্জন ঘোষের নির্মাণে এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ঋতুপর্ণা। আর ছবিটির প্রচারণায় আরিফিন শুভ শনিবার উড়ে গেলেন ওপার বাংলায়। সেখানে গিয়েই ছবির নায়িকা ঋতুপর্ণাকে নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো কলকাতা শহর। সেখানকার বইমেলা, সরস্বতী পূজার আয়োজন কিংবা রেডিও স্টেশনগুলোর আমন্ত্রণেও সরব তারা।
শুভ জানান, ‘এর আগেও ঋতুদির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলাম। ছবিটি ছিল অভিনেতা আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’। এবার কলকাতার ছবিতে এটি আমার প্রথম অভিনয়। কলকাতায় অবশ্য এর আগে ঢাকার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও আমার অভিনীত ‘নিয়তি’ ছবিটি মুক্তি পেয়েছিল। তার মানে কলকাতার দর্শকদের সঙ্গে আগেই আমার চেনাজানা হয়ে গেছে। তাই যেখানেই যাচ্ছি সেখানেই উৎসুক মানুষের ভিড় জমে উঠছে। আমার ও ঋতুদির সঙ্গে সেলফি তুলতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছে দর্শক-ভক্তরা। কলকাতার দর্শক এখন আমাদের রসায়ন মানে ‘আহারে’ দেখতে মুখিয়ে আছেন। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান বেশ বড় পরিসরে প্রচারণার আয়োজন করেছেন।
Bangladesh Pratidin

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা