পাকিস্তানের পর একদিন আগেই ভারত সফরে সৌদি যুবরাজ

পাকিস্তানের পর একদিন আগেই ভারত সফরে সৌদি যুবরাজ
সৌদি যুবরাককে বহনকারী বিমানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
দুইদিনের পাকিস্তান সফরের কথা থাকলেও মাত্র একদিন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজের ঐতিহাসিক এশিয়া সফরের দ্বিতীয় দেশ হিসেবে ভারতের নয়া দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তবে মঙ্গলবার ভারতে পৌঁছানোর কথা থাকলেও সোমবার ভারতের নয়া দিল্লীর উদ্দেশ্যে পাকিস্তান ছাড়েন যুবরাজ।
রবিবার সন্ধ্যায় সামরিক যুদ্ধবিমানের প্রহরায় পাকিস্তান পৌঁছান সৌদি যুবরাজ। প্রায় একদিনের মতো পাকিস্তানে থাকার পর পাকিস্তান ছাড়েন তিনি। এর আগে যুবরাজ সালমান দুই দিনের পাকিস্তান সফরের প্রথম দিনে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন।পাকিস্তান সফরের আগে দুই দেশের মধ্যে ১ হাজার কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে যাওয়ার পর সিদ্ধান্ত বদলান যুবরাজ।
সৌদির সঙ্গে এই চুক্তির আওতায় পাকিস্তানের বন্দর নগরী গোয়াদাং একটি তেল শোধানাগার তৈরি হবে। যেখানে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এছাড়াও কয়েকটি জ্বালানি, পেট্রো কেমিক্যাল ও খনি খাতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভারতের উদ্দেশ্যে পাকিস্তান থেকে রওনা হওয়ার আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সঙ্গে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তানের ওপর নিজের বিশ্বাসের কথা বলেন সৌদি যুবরাজ।
ইত্তেফাক/জেডএইচডি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা