অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা
আনিশা ফারুক। ছবি: অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন ওয়েবসাইট
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বদানকারী সংগঠন অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আনিশা ফারুক।
অক্সফোর্ডের ইতিহাসে আনিশা ফারুক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী যিনি সভাপতি হিসেবে নির্বাচিত হলেন। গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
তিন দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে ১৫২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আনিশা ফারুক। সর্বমোট ৪৭৯২ ভোটে জয়ী হন তিনি।
এর আগে আনিশা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার ক্লাবের কো-চেয়ার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ‘টিচ অ্যা চাইল্ড-আফ্রিকার’ ট্রাস্টি বোর্ড সদস্য। নানা সেবামূলক কাজের সঙ্গেও সম্পৃক্ত তিনি।
আনিশার বাবার নাম ফারুক আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত মেজর। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
ফারুক আহমেদ বলেন, আনিশা আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে। মেয়ের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা