ভারতের সঙ্গে এখন শান্তি আলোচনা অনর্থক: পাকিস্তান

ভারতের সঙ্গে এখন শান্তি আলোচনা অনর্থক: পাকিস্তান
ভারতের সঙ্গে শান্তি আলোচনা এখন অনর্থক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত।
ভারতের সঙ্গে এখন শান্তি আলোচনা করা পুরোপুরি অনর্থক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভির।
তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, 'পাকিস্তান ভারতের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাবে তবে সেটা ভারতের সাধারন নির্বাচনের পর। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন, বর্তমান সরকারের কাছ থেকে এখন কোন বড় ধরণের সিদ্ধান্ত প্রত্যাশ্যা করা যাচ্ছে না।'
তিনি আরো বলেন, 'ভারতের নেতারা এখন তাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই এখন আলোচনার উপযুক্ত সময় নয়।'
পাকিস্তানের এ তথ্যমন্ত্রী আরো বলেন, 'এখন ভারতের সঙ্গে আলোচনা করা সত্যি অনর্থক, তবে নতুন সরকার গঠিত হলে পাকিস্তান আলোচনার চেষ্টা চালিয়ে যাবে।'
শান্তি আলোচনার জন্য রাহুল গান্ধী না নরেন্দ্র মোদি পাকিস্তানের জন্য ভাল হবে এমন প্রশ্নের জবাবে ফাওয়াদ চৌধুরী বলেন, এটা পাকিস্তানের জন্য কোন গুরুত্বপূর্ণ বিষয় না, যে সরকারই আসুক আমরা আলোচনার জন্য প্রস্তুত।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা