শিশু পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অন্তু করিম

শিশু পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অন্তু করিম
শিশু পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অন্তু করিম
মডেল ও অভিনেতা অন্তু করিম। ছবি: সংগৃহীত
মডেল ও অভিনেতা অন্তু করিম। এই পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন ব্যবসায়ী।এরই ধারাবাহিকতায় এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বখ্যাত কোদোমোর শিশু প্রসাধনী নিয়ে এসেছেন তিনি।
গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলার ২১নং থাই প্যাভিলিয়নে কোদোমোর স্টলে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির প্রায় ১৫০টির বেশি পণ্য। পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমো পণ্য বাজারজাত করে।
পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এমএম জাহিদ মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারো আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছি জনপ্রিয় শিশু প্রসাধনী কোদোমো নিয়ে। থাই প্যাভিলিয়নের প্রবেশ মুখেই আমাদের স্টল। বাণিজ্য মেলায় কোদোমোর সব পণ্য পাওয়া যাচ্ছে। চলছে মেলা উপলক্ষে সব পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়।
শিশু পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অন্তু করিম

কোদোমোর স্টল। ছবি: সংগৃহীত
পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম বলেন, মেলা শুরু হওয়ার পর থেকেই এবার কোদোমো পণ্যের অন্যরকম চাহিদা। আমরা সব সময় চেষ্টা করি পণ্যগুলো ক্রেতাদের হাতের নাগালে রাখার। মেলা ছাড়াও যারা বিশ্বখ্যাত শিশু প্রসাধনী কোদোমোর পণ্য কিনতে চান তারা ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, গ্রোসারি শপ চালডাল ডটকমসহ আরো বেশ কিছু ই-কর্মাসে থেকেও কিনতে পারবেন।
তিনি আরো বলেন, সারাবিশ্বের শিশুদের নানা ধরনের প্রসাধনী তৈরিতে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে কোদোমো। আমরা পেন্টাগন ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে কোদোমোর পণ্য বাজারজাত করছি। ২০১৩ সালে বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। খুব কম সময়েই কোদোমোর পণ্য বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা ও ক্রেতাদের আস্থা অর্জন করেছে।
শিশু পণ্য নিয়ে বাণিজ্য মেলায় অন্তু করিম

বাণিজ্য মেলায় কোদোমোর স্টলে ক্রেতারা। ছবি: সংগৃহীত
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা