এবার গোপনে ইরাক সফরে মার্কিন পররষ্ট্রমন্ত্রী


এবার গোপনে ইরাক সফরে মার্কিন পররষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গোপনে ইরাক সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয় নি।
বুধবার পম্পেও মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে করে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যখন পরস্পর-বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে তখন তিনি ইরাক সফরে গেলেন। এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে গোপনে ইরাক সফর করেছেন।
রাজধানী বাগদাদে পৌঁছে মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি, প্রেসিডেন্ট বারহাম সালিহ, পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম ও সংসদ স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে বৈঠক করেন। মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী হুমকি দেয়া অব্যাহত রেখেছেন।
গত মাসে মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাগদাদ সফর করেন এবং ইরানের জ্বালানি সম্পর্ক ছিন্ন করতে ইরাকের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা