'ভারত-আমেরিকা সম্পর্ক অনেক তাৎপর্যপূর্ণ'

'ভারত-আমেরিকা সম্পর্ক অনেক তাৎপর্যপূর্ণ'
ট্রাম্প ভারত-আমেরিকার সম্পর্ককে অনেক তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন বলে জানান শ্রিংলা। ছবি: সংগৃহীত।
ট্রাম্প ভারত-আমেরিকার সম্পর্ককে অনেক তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। সম্প্রতি এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।
১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শ্রিংলা গত শুক্রবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের কাছে কূটনৈতিক শংসাপত্র উপস্থাপন করেন।
শ্রিংলা ওয়াশিংটনে পৌঁছানোর ৫০ ঘণ্টার মধ্যে তার শংসাপত্র মার্কিন প্রেসিডেন্টের কাছে উপস্থাপন করেন। সচরাচর মার্কিন প্রশাসনে এত কম সময়ের মধ্যে রাষ্ট্রদূতের শংসাপত্রের অনুষ্ঠান বিরল ঘটনা।
অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের সিনিয়র কর্মকর্তা ছাড়াও স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শ্রিংলা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দুই দেশের সম্পর্ককে গুরুত্ব সহকারে দেখেন।
তিনি আরো বলেন, ট্রাম্প আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিগগিরই আবারো কথা বলার ইচ্ছা পোষণ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।
শিংলা এসময় আমেরিকা ও ভারতের মধ্যে গত কয়েক বছরে যে সম্পর্কোন্নয়ন হয়েছে তা উল্লেখ করেন। দুই দেশের এ সম্পর্ককে শ্রিংলা চূড়ান্ত এবং অসাধারণ বলে অভিহিত করেছেন।
এর আগে হর্ষ বর্ধন শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা