ইন্দোনেশিয়ায় মউন্ট সপুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ায় মউন্ট সপুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সপুটান আগ্নেয়গিরি থেকে রবিবার ছাই উদগীরণ হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সপুটান পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান, ছাইমেঘগুলো জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা