আমেরিকার গাড়ির ওপর শুল্ক কমাচ্ছে চীন

আমেরিকার গাড়ির ওপর শুল্ক কমাচ্ছে চীন
আমেরিকায় তৈরিকৃত গাড়ির ওপর কর প্রত্যাহার ও কমাতে চীন সম্মত হয়েছে বলে জানায় ট্রাম্প। ছবি: সংগৃহীত।

বাণিজ্যযুদ্ধ অবসানে ইতিমধ্যে একপ্রকার সম্মত হয়েছে চীন-আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায়, চীন আমেরিকা থেকে রপ্তানিকৃত গাড়ির ওপর শুল্ক কমাতে রাজি হয়েছে। খবর রয়টার্সের।
ট্রাম্প রবিবার তার টুইটারে এ কথা জানায়।
ট্রাম্প জানায়, আমেরিকায় তৈরিকৃত গাড়ির ওপর কর প্রত্যাহার ও কমাতে চীন সম্মত হয়েছে।
বর্তমানে চীনে আমেরিকা থেকে আমদানিকৃত গাড়ির ওপর ৪০ শতাংশ কর আরোপ করা আছে।
আর্জেন্টিনার জি-২০ সম্মেলন শেষে আমেরিকা ও চীনের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাম্প ও শি ছাড়াও দুই দেশের উচ্চপর্যায়ের কর্তারা ছিলেন।
বৈঠক শেষে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, ট্রাম্প ও শি জিন পিংয়ের মধ্যে সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০শতাংশ থেকে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে চীনও আমেরিকা থেকে বিভিন্ন পণ্য কিনতে সম্মত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা