পাকিস্তানে জঙ্গিদের রুখে দিয়ে আলোচনায় যে নারী পুলিশকর্মী


পাপাকিস্তানে জঙ্গিদের রুখে দিয়ে আলোচনায় যে নারী পুলিশকর্মীকিস্তানের করাচিতে চীনা দূতাবাসে জঙ্গিহামলা রুখে সংবাদ শিরোনামে পাকিস্তানের এক নারী পুলিশ কর্মকর্তা। গতকাল শুক্রবার সকালে দূতাবাসের ভিতরে ঢোকার চেষ্টা করে বালোচ জঙ্গিরা। তখনই তাদের পথ রুখে দাঁড়ান সুহাই আজিজ। মূলত তার বুদ্ধিমত্তাতেই বাঁচে চিনা কূটনীতিকদের প্রাণ। যদিও ঘটনায় নিহত হয়েছে ২ পাক নিরাপত্তারক্ষী।
খবর অনুসারে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের তান্দো মহম্মদ খান জেলার ভাই খান তালপুর গ্রামের বাসিন্দা সুহাই। ২০১৩ সালে পাকিস্তানের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন তিনি। যদিও বেসরকারি স্কুলে ভর্তি হওয়ায় ছোটবেলাতেই সুহাইকে পরিত্যাগ করেছিলেন তার পরিজনরা।  
স্থানীয় এক সংবাদমাধ্যমকে সুহাই জানিয়েছেন, 'ছোটবেলায় বাবা-মা আমাকে স্কুলে ভর্তি করায় পরিজনরা গঞ্জনা দিতে শুরু করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় গ্রাম ছেড়ে কাছের শহরে চলে যেতে হয় আমাদের।' 
সুহাইয়ের বাবা আজিজ তালপুর জানিয়েছেন, 'মেয়েকে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করানোয় আত্মীয়রা আমাকে একঘরে করে দেন। কিন্তু মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে আমি বদ্ধপরিকর ছিলাম।'
গতকাল শুক্রবার সকালের হামলায় বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। জঙ্গিরা দূতাবাসের কর্মীদের পণবন্দি করার পরিকল্পনা এসেছিল বলে দাবি তাদের। কারণ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে খাবার, ওষুধ ও প্রচুর অস্ত্রশস্ত্র। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা