পাকিস্তানের ওপর ফের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ছবি: সংগৃহীত)
ফের পাকিস্তানের ওপর আর্থিক সহায়তা বন্ধ করলো আমেরিকা। নিরপত্তা খাতে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১.৬৬ মার্কিন ডলার সাহায্য গতকাল মঙ্গলবার স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। খবর এনডিটিভির।
আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র কল রব ম্যানিং গতকাল সংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাকিস্তানের জন্য বরাদ্দকৃত এই অর্থ সাহায্য বাতিলের ঘোষণা করা হয়।
এর আগে চলতি সপ্তাহের রবিবার ট্রাম্প বলেন, আমেরিকা পাকিস্তানকে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এসেছে কিন্তু বিনিময়ে কিছুই দেয়নি পাকিস্তান। উল্টো আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান।
ট্রাম্পের এমন বক্ত্যবের পর কড়া ভাষায় জবাব দেয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমাদের বলির পাঁঠা বানানোর চেষ্টা করবেন না।
এছাড়া তিনি বলেন, আফগানিস্তানে নিজেদের ব্যর্থতার দায় পাকিস্তানের ওপর চাপাতে চায় আমেরিকা।
পাক প্রধানমন্ত্রীর এমন পাল্টা জবাবের মাথায় নতুন করে অর্থ সাহায্য স্থগিত ঘোষণা করলো আমেরিকা।
ইত্তেফাক/এসআর
Comments