নারী নির্যাতনের অভিযোগে পর্ন তারকা স্টর্মির আইনজীবী মিখায়েল আভেনাত্তি গ্রেফতার

নারী নির্যাতনের অভিযোগে পর্ন তারকা স্টর্মির আইনজীবী মিখায়েল আভেনাত্তি গ্রেফতার
মার্কিন তারকা আইনজীবী মিখায়েল আভেনাত্তি। ছবি: অনলাইন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নারী নির্যাতনের অভিযোগে মার্কিন তারকা আইনজীবী মিখায়েল আভেনাত্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আইনি লড়াইয়ে লিপ্ত পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসর আইনজীবী। বুধবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ টুইটারে জানায়, এই তারকা আইনজীবীকে বিকেলে গ্রেফতার করা হয়। তবে পরে ৫০ হাজার মার্কিন ডলারের মুচলেকা নিয়ে তাকে জামিন দেয়া হয়েছে। এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী এই আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করেন।
তিনি বলেন, ‘আমি আমার জীবনে কখনোই কাউকে শারীরিকভাবে নির্যাতন করিনি। গতরাতেও না।’ তার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর সাথে মিখায়েলের ঝগড়া হয় বলে সেলিব্রিটি ওয়েবসাইট টিএমজেট জানিয়েছে। ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার তাকে গ্রেফতার করা হয়। ওয়েবসাইটটি প্রাথমিকভাবে ওই নারীকে মিখায়েলের স্ত্রী লিসা স্টোরি আভেনাত্তি বলে জানিয়েছিল।
কিন্তু তার স্ত্রী এনবিসিকে দেয়া এক বিবৃতিতে জানান, মিখায়েল কখনোই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা