একই যানে মানুষ ও গরুর চলাচল

একই যানে মানুষ ও গরুর চলাচল
বেবিট্যাক্সির আদলে তৈরি শ্যালো মেশিনে চালিত তিন চাকার লোকাল বাহন ভটভটি। এলাকা ভেদে বলা হয়ে থাকে, নছিমন কিংবা করিমন। গ্রামীণ জনপদে এর কদর একেবারেই কম নয়। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে অল্প ভাড়ায় যাতায়াতের প্রধান বাহনও বলা যায় এটিকে। তাই গরুর সঙ্গে গাঁদাগাঁদি করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতেও আপত্তি করেন না যাত্রীরা। 
গত সোমবার খালাশপীরের হাটের দিন পীরগঞ্জ থেকে খালাশপীরগামী সড়কে জাফরপাড়া নামক স্থানে মানুষ আর গরুতে ভটভটির ছবিটি ধারণ করা হয়। বেলব্রেক হর্ন ও প্রশিক্ষণবিহীন চালক দ্বারা চালানোর ফলে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানী ঘটছে প্রায়ই। 
এসব যান অবৈধ হলেও প্রশাসনের কর্তা-ব্যক্তিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদেরকে নির্দিষ্ট অংকের মাসোহারা দিলেই এটি চালানোর বৈধতা মেলে। তবে ভটভটি ক্রয় করলেই সহজে কোন সড়কে চালাতে পারে না কেউ। এক শ্রেণির শ্রমিক সংগঠনের নেতাদেরকে মোটা অংকের টাকা গুনে দিয়েই তবে সড়কে তুলতে হয়। তা নাহলে সড়ক ও সিরিয়াল মেলে না।
নাম প্রকাশ করলে ভটভটি আর চালাতে দেবে না, তাই নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দিলেন বেশকজন ভটভটি চালক ও মালিক।  
এ পরিবহনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানায়, উপজেলার পীরগঞ্জ-খালাশপীর, পীরগঞ্জ-মাদারগঞ্জ, পীরগঞ্জ-চতরা এবং খালাশপীর-চতরা, ধাপেরহাট-চতরা, খালাশপীর-কাঁচদহঘাট ওয়াজেদ মিয়া সেতু সড়ক, ভেন্ডাবাড়ি-বড়দরগাহ, শানেরহাট-বড়দরগাহ, ভেন্ডাবাড়ি-গোপালপুর, মাদারগঞ্জ-শানেরহাট সড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত দেড় শতাধিক ভটভটি চলাচল করে। 
ভটভটি চালক মোস্তাফিজার, আমিনুল ইসলাম বলেন, আগে রিক্সাভ্যান চালাতাম। তাতে সংসার চলতো না। ভটভটি কিনে চালানোর পর আর না খেয়ে থাকতে হয় না।
তারা আরো জানান, আগের মতো এখন আর সব সড়কে ভটভটি চালানো যায় না। মহাসড়কে চালাতে পুলিশের বাধা, গ্রামীণ সড়কে পথে পথে চাঁদা দিতে হয়। 
ইত্তেফাক/জেডএইচ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা