উচ্চ ক্ষমতাসম্পন্ন চীনা ড্রোন কিনছে পাকিস্তান, আতঙ্কে ভারত!

উচ্চ ক্ষমতাসম্পন্ন চীনা ড্রোন কিনছে পাকিস্তান, আতঙ্কে ভারত!
আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে রাশিয়া-ভারত ক্ষেপণাস্ত্র বিনিময় চুক্তি সম্পন্ন করেছে। আর এর এক সপ্তাহ না পেরোতেই এবার পাকিস্তানকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪৮টি সামরিক ড্রোন দেবে বলে ঘোষণা দিল চীন। উইং লং-২ নামের ওই ড্রোনগুলো যুদ্ধ বা নজরদারি মিশন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে বলে জানা গেছে। তবে ৪৮ ড্রোন সম্পর্কে বিস্তারিত জানা গেলেও বিনিময় এ চুক্তির মূল্য এখনও স্পষ্ট হয়নি।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, উচ্চ ক্ষমতার এসব ড্রোন ক্রয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি অনেক বেড়ে যাবে। যা সম্প্রতি রাশিয়া থেকে ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র সিস্টেম কেনার চুক্তির মনোযোগ কেড়ে নেবে। এছাড়া এ চুক্তিটি পাকিস্তান-চীনের মধ্যে সবচেয়ে বড় সামরিক অস্ত্র কেনা-বেচারও।
সম্প্রতি এ চুক্তির বিষয়টি জানায় পাকিস্তান বিমানবাহিনী। তারা তাদের ফেসবুক পেজে এর ঘোষণা দেয়। পাশাপাশি চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, চীন-পাকিস্তান সামরিক চুক্তি হতে চলেছে। তবে চুক্তির ব্যয় সম্পর্কে তারা স্পষ্ট করেনি কিছুই।
উল্লেখ্য, চীনের ওই ড্রোনগুলো প্রস্তুত করেছে দেশটির প্রতিষ্ঠান চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। এই ড্রোনগুলো সহজেই শত্রুর অবস্থান শনাক্ত করে সেখানে আঘাত করতে সক্ষমতা রাখে। সেইসঙ্গে এগুলো টানা ২০ ঘণ্টার মতো আকাশে উড্ডয়ন করতে পারে। প্রতিটি ড্রোন ১২ মণ ওজনের যুদ্ধের মালামাল বহন করতে সক্ষম। প্রতিকূল আবহাওয়ায়ও এগুলোর উড্ডয়নে কোনো বাধা আসবে না।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা