মা ইলিশ ধরায় শরীয়তপুরে ৫৫ জেলেকে কারাদণ্ড

মা ইলিশ ধরায় শরীয়তপুরে ৫৫ জেলেকে কারাদণ্ড
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণের অপরাধে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬০ জন জেলেকে আটক করেছে পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ। উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট আবদুল্লা আল মামুন ও  মৎস্য  কর্মকর্তা গোলাম মোস্তাফা আটককৃতদের ৫৫ জেলেকে ১৫ দিনের কারাদন্ড ৫ জেলেকে মোসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 
আজ ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত নড়িয়া উপজেলা মৎস্য বিভাগ, নড়িয়া থানা পুলিশ ও সুরেশ্বর নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এসময় ৬০ জনকে গ্রেফতারসহ প্রায় ১২০ হাজার কিলোমিটার কারেন্ট জাল ও প্রায় ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পদ্মার শাখা নদী কীর্তিনাশা নদীর পাড়ে নড়িয়া পৌর সভার বেশাখি পাড়া এলাকায় কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা