ভুটানে প্রধানমন্ত্রী হতে পারেন ময়মনসিংহ মেডিক্যালের শিক্ষার্থী
ভুটানের ভবিষ্যত প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা শিক্ষার্থী ডা. লোটে শেরিং। গত শনিবার অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে লোটে শেরিংয়ের দল দ্য ড্রাক নিয়ামরাপ থগপা (ডিএনটি) দল জয় পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) পরাজয় স্বীকার করেছে।
ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানায়, আসন কম পাওয়ায় পিডিপি আগামী মাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে দ্য ড্রাক নিয়ামরাপ থগপা দল (ডিএনটি) এবং দ্য ড্রাক ফুয়েনসাম থগপার (ডিপিটি) মধ্যে। ওই দিনই জানা যাবে ডা. লোটে শেরিং প্রধানমন্ত্রী হচ্ছেন কিনা। উল্লেখ্য, ভুটানে দুই দফায় ভোট হয়ে থাকে। প্রথম দফায় ভোটাররা রাজনৈতিক দলগুলোকে ভোট দেয়। দ্বিতীয় দফায় রাজনীতিককে ভোট দেয়। সেক্ষেত্রে ডা. লোটে শেরিং ডিপিটি’র নেতা ফেনসাম সগবা’র মুখোমুখী হবেন। কিন্তু ইতোমধ্যে বিপুল ভোটে ডা. লোটে শেরিংয়ের ডিএনটি জয়ী হয়েছে।
প্রধানমন্ত্রী শেরিং তোবগে ইতোমধ্যে জনগনের রায় মেনে নিয়েছেন। তার আমলে ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক ভাল ছিল। বিশেষ করে চীনের সঙ্গে ডোকলাম সীমান্ত নিয়ে বিরোধে প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভারতকেই সমর্থন দিয়েছিলেন।
মেডিভয়েসববিডি ডটকম নামের একটি ওয়েবসাইট জানায়, ডা. লোটে শেরিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাশ করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন।
ইত্তেফাক/আরকেজি
Comments