খুব শিগগিরই কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক: ট্রাম্প

খুব শিগগিরই কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক: ট্রাম্প
খুব শিগগিরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় সাক্ষাত হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং দুই পক্ষই ‘দারুণ অগ্রগতি’ করেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কিম আমাকে দ্বিতীয় বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। আমরা আবারও মিলিত হবো। আমরা আলোচনার জন্য অনেক কিছু জমিয়ে রেখেছি। 
যদিও ট্রাম্প বলছেন উভয় দেশের মধ্যে সবকিছু ঠিকঠাক মতো চলছে। কিন্তু চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও‘র নির্ধারিত উত্তর কোরিয়া সফর আচমকাই বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্পের এ ধরনের মন্তব্য গত বছর তার অবস্থান থেকে সুস্পষ্ট পরিবর্তন। গত বছর জাতিসংঘে নিজের প্রথম ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিলেন, কিম ‘আত্মঘাতী মিশন’ চালাচ্ছে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা