মুকেশ অাম্বানির মেয়েকে বিয়ে করতে যাওয়া কে এই আনন্দ পিরামল?

মুকেশ অাম্বানির মেয়েকে বিয়ে করতে যাওয়া কে এই আনন্দ পিরামল?
দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামলকে বিয়ে করতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অাম্বানির মেয়ে ঈশা অাম্বানি। সম্প্রতি ইতালিতে হল তাঁদের এনগেজমেন্ট। চলতি বছরের শেষ দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তা ভারতের শীর্ষ ধনীর মেয়েকে কার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। 
আনন্দবাজার পত্রিকার খবর, ইশা আম্বানি যাকে বিয়ে করছেন তিনি আরেক শিল্পপতি পিরামল এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক আনন্দ পিরামলের সঙ্গে। মহাবলেশ্বরের একটি মন্দিরে দীর্ঘদিনের বন্ধু ঈশাকে সম্প্রতি প্রোপোজ করেন আনন্দ। তারপর সে খবর পৌঁছায় দুই পরিবারে। দুই পরিবারের মধ্যে সম্পর্কও চার দশকের। হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করে আনন্দ বর্তমানে পিরামল এন্টারপ্রাইজ-এর নির্বাহী পরিচালক। 
আনন্দ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনাও করেছেন। বিজনেস স্কুল থেকে পাশ করে দু’টি স্টার্টআপ তৈরি করেছেন তিনি। একটি স্বাস্থ্য সংক্রান্ত, ‘পিরামল স্বাস্থ্য’ ও অন্যটি জমি-বাড়ি নিয়ে, ‘পিরামল রিয়ালটি’। দু’টিই এখন ৪০০ কোটি ডলারের পিরামল এন্টারপ্রাইজ-এর অংশ। গ্রামীণ স্বাস্থ্য সংস্থা ‘পিরামল স্বাস্থ্য’ দিনে ৪০ হাজার রোগীর চিকিৎসা করে।

বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা