নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিন পালন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৮তম জন্মদিন পালিত হয়েছে দেশজুড়ে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী মোদী গুজরাটে নিজের সংসদীয় আসন বেনারসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিন পালন করেন।
তার সঙ্গে অনুষ্ঠানে ৩শ’ শিশু অংশ নেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিনকে সম্মান জানিয়ে বিভিন্ন উত্সব পালন করা হয়। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে রেকর্ড গড়েছে গুজরাটের সুরাট শহর।
সেখানকার একটি বিলাসবহুল হোটেলে ৬৮০ জন বিশিষ্ট নাগরিক ৬৮০ ফুট লম্বা একটি কেক কাটেন। ৬ হাজার ৮০০ কেজি ওজনের এই কেক ৬৮ হাজার অতিথির খাওয়ার কথা। - হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া টাইমস
Comments