ট্রাম্পকে কিমের চিঠি

ট্রাম্পকে কিমের চিঠি
পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে এখনও উত্তপ্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। এরইমধ্যে দ্বিতীয় বৈঠকের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিটি খুবই ইতিবাচক এবং উষ্ণতাপূর্ণ উল্লেখ করে স্যান্ডার্স জানান, ওই ‘আন্তরিক চিঠি’তে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি যে চলমান তা প্রকাশ পায়।
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, ‘ওই চিঠির প্রাথমিক উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নতুন বৈঠকের জন্য অনুরোধ ও সময় বের করা, যা আমরা করতে আগ্রহী এবং ইতোমধ্যে এ বিষয়ে সহযোগিতা করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।’
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইতোমধ্যে দুই নেতার মধ্যে নতুন সম্মেলন আয়োজনের জন্য সময় খুঁজছে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের পার্শ্ব বৈঠকে বসতে পারেন দুই নেতা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা