উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা

উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা
পরমাণু নিরস্ত্রীকরণে পুনরায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা। এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর রয়টার্সের।   
চলতি বছরের জুন মাসে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক আলোচনায় বসেন। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়।
তারই ফলপ্রসূ হিসেবে এ সপ্তাহে উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন বড় ধরনের মিসাইল সাইট বন্ধে রাজি হন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে, উত্তর কোরিয়ার কমপক্ষে দশ হাজার লোকের সামনে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে বক্তৃতা দেন।
এ ব্যাপারে পম্পেও বলেন, কিম পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে রাজি হয়েছে। অনেক ইতিবাচক সিদ্ধান্তও নিয়েছে। শিগগিরই আমেরিকা উত্তর কোরিয়ার সঙ্গে আবার আলোচনায় বসছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে আমরা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। পরবর্তী সপ্তাহে তিনি নিউইয়র্কে আসবেন।
ইত্তেফাক/এসআর 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা