খাগড়াছড়িতে ইয়াবা ও চোলাই মদসহ আটক ৩
খাগড়াছড়িতে ইয়াবা ও চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জনই নারী। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ গোলাম সরোয়ার ওরফে শিমুলকে (৪২) আটক করা হয়। এছাড়া জেলার গুইমারা বাজারে ১৫ লিটার মদসহ আমেনা বেগমকে (২৭) আটক করে পুলিশ। তার বাড়ি বাগেরহাট জেলার সরাইল থানা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পানছড়ি বাস স্টেশন থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কার্টুন ভর্তি ৭০ লিটার চোলাই মদসহ চিনুকে আটক করা হয়।
ইত্তেফাক/বিএএফ
Comments