এফটিএফের সিদ্ধান্তকে স্বাগত ভারতের, সন্ত্রাসবাদকে প্রশ্রয়ে ধূসর তালিকায় পাকিস্তান

এফটিএফের সিদ্ধান্তকে স্বাগত ভারতের, সন্ত্রাসবাদকে প্রশ্রয়ে ধূসর তালিকায় পাকিস্তান
সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফটিএফ)। সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণলায় গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আশা করি, পাকিস্তান নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বের উদ্বেগকে গুরুত্ব দেবে। তারা তাদের মাটিতে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না।
পাকিস্তানে বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ আছে, সারা বছর দেশটি যে বিপুল পরিমাণ অর্থসাহায্য পেয়ে থাকে তার বড় একটা অংশ চলে যায় সন্ত্রাসবাদীদের হাতে। এফএটিএফ’র অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না পাকিস্তান। আর তাই ২৬ দফা অ্যাকশন প্ল্যান পেশ করা সত্ত্বেও পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে এফএটিএফ।
শুক্রবার প্যারিসে প্লেনারি অধিবেশনের শেষে এই সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থাটি।
পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত ও আমেরিকা। শনিবার বিবৃতি জারি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারন্যাশনাল কোঅপারেশন রিভিউ গ্রুপের নজরদারির জন্য পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করার এফএটিএফের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত।
২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ সহ অন্যান্য জঙ্গিরা যেভাবে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে সেকথা উল্লেখ করে নয়াদিল্লি আরও বলেছে, জঙ্গি তকমা পাওয়া হাফিজ সইদ এবং জেইউডি, লস্কর, জয়েশের মতো জঙ্গিরা যে স্বাধীনতায় পাকিস্তানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তা কোনওভাবেই পাকিস্তানের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে খাপ খায়না।
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা