শ্রীলংকার ৪০ শতাংশ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে চীন
শ্রীলংকায় চলমান অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলোর ৪০ শতাংশ বাস্তবায়ন করছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রীলংকার একটি ব্যবসায়ী সংগঠন এই তথ্য জানিয়েছে। খবর সাউথ এশিয়ান মনিটরের।
খবরে বলা হয়, শ্রীলঙ্কায় নির্মাণাধীন অবকাঠামোর প্রকল্পগুলোতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অংশীদার হিসেবে নেওয়ার দাবি জানিয়েছে প্রকৌশলী ও নির্মাতাদের সংগঠন সিলন ইন্সটিটিউট অব বিল্ডার্স (ক্লোব)।
ক্লোব জানিয়েছে, চায়না ইন্টারন্যাশনাল কন্টাক্টরর্স এসোসিয়েশন শ্রীলংকার ৪০ শতাংশ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।
শুক্রবার কলম্বোতে সপ্তম নির্মাণ শিল্প প্রদর্শনী- কনস্ট্রাকশন এক্সপো ২০১৮ উদ্বোধনকালে ক্লোব প্রেসিডেন্ট রোহান করুনারত্ন এমনটা দাবি করেন।
তিনি বলেন, চীনারা আগামী তিন বছরে তাদের অংশ ৭০ শতাংশে উন্নীত করতে চায়। এটা আমাদের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর। সাউথ এশিয়ান মনিটর।
ইত্তেফাক/ জেআর
Comments