এশিয়ায় তেল সরবরাহ বাড়াবে সৌদি আরব

এশিয়ায় তেল সরবরাহ বাড়াবে সৌদি আরব
এশিয়ায় তেল সরবরাহ বাড়াচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহবানে সাড়া দিয়ে দেশটি তেল উত্পাদনও ইতোমধ্যে বাড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত দুইটি দেশে তেল সরবরাহ বাড়ানো হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। এর আগে তেল সরবরাহে যাতে ঘাটতি তৈরি না হয় এবং তেলের বাজার অস্থিতিশীল না হয় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প তেল উত্পাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তেল রপ্তানিকারক দেশগুলো তার আহবানে সাড়া দিয়ে তেলের উত্পাদন বাড়াচ্ছে। ইরান ও ভেনিজুয়েলার তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার পর তেলের দাম বেড়ে যায়।
এতে বিপাকে পড়ে বিভিন্ন দেশ। এমনকি অনেক দেশকে ইরান থেকে তেল না কিনতে মার্কিন চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর এক কর্মকর্তা জানান, আগামী আগষ্টে এশিয়ার অন্তত দুইটি দেশে অপরিশোধিত তেল সরবরাহ বাড়ানো হবে। তবে কী পরিমাণে বাড়ানো হবে তা তিনি বলেননি। কারণ কাজটি করা হবে গোপনীয়তার সঙ্গে। আরামকোর প্রেস অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
The Daily Ittefaq

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা