ডেমোক্র্যাটদের জেতাতে মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে রাশিয়া: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে রাশিয়া। তিনি বিশ্বাস করেন, ডেমোক্র্যাট দলকে জেতাতে এই হস্তক্ষেপ করতে পারে দেশটি। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ হাজির করেননি। খবর সিএনএনের
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি উদ্বিগ্ন যে, আগামী নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। আগের কোনো প্রেসিডেন্ট আমার মতো তাদের ওপর এতো কঠোর হয়নি। এজন্য তারা ডেমোক্র্যাটদের জয়ী করতে হস্তক্ষেপ করবে বলে আমার বিশ্বাস’। গত এক সপ্তাহ আগেও প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে পরে আবার বলেন, হস্তক্ষেপ করলেও তা কোনো প্রভাব ফেলেনি।
Comments