৯ ইরানি নাগরিক ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে আমিরাত
নয় ইরানি নাগরিক ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও পণ্য বিষয়ক কর্তৃপক্ষ। ওই নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্ত্রাসী ও সন্ত্রাসী-সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নয় ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের রেভুলিউশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপরই একই পদক্ষেপ নেয় আমিরাত।
ইরানের সঙ্গে বেশ কয়েকটি আঞ্চলিক ইস্যু নিয়ে বিরোধ রয়েছে আমিরাতের। এর মধ্যে রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইয়েমেন যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, আবু মুসা দ্বীপপুঞ্জ ইত্যাদি।
এদিকে, মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে আমিরাত।
ইত্তেফাক/ জেআর
Comments